কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদকের প্রতি বদরুলের কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

কেন্দ্রীয় ছাত্রলীগের সম্পাদকের প্রতি বদরুলের কৃতজ্ঞতা প্রকাশ

bbbcmmmmooo৫ আক্টোবর ২০১৬, বুধবার:কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে ধন্যবাদ জানয়েছেন শাবিপ্রবি ছাত্রলীগের সাময়িক বহিস্কৃত সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম। এ বছরের মে মাসে শাবিপ্রবি ছাত্রলীগের কমিটির গঠনের পর তিনি ফেইসবুক পোষ্টে এ কৃতজ্ঞতা প্রকাশ।
যা আমরা নিম্নে তুলে ধরলাম:

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আমি বদরুল আলমকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের “সিনিয়র অ্যাসিসট্যান্ট সেক্রেটারি” নির্বাচিত করায় সিলেটবাসীর গর্ব কেন্দ্রীয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ভাই,পরিচ্ছন্ন রাজনীতির অহংকার শাবিপ্রবি ছাত্রলীগের সংগ্রামীসভাপতি আমার দাদা সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সংশ্লিষ্ট সবাইকে জানাই অশেষ কৃতজ্ঞতা,মুজিবীয় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।পূর্নাঙ্গ কমিটিতে স্থান পাওয়া আমার প্রত্যেক সহযোদ্ধাকে রক্তপলাশ-শুভেচ্ছা এবং যারা কমিটিতে স্থান পাননি তাদের প্রতি হৃদয় উৎসারিত সহমর্মিতা।আর জেনে রাখুন,নেতা নয় কর্মীরাই ছাত্রলীগের মূল চালিকাশক্তি-লেখাপড়াকে অগ্রাধিকার দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ সোনার বাংলা গঠনের সংগ্রামে সক্রিয় থাকুন নিরন্তর;দেখবেন ভবিষ্যতে কোনো শুভক্ষণে এর যথার্থ স্বীকৃতি পেয়ে যাবেন-বিশ্বাস হারাবেন না।গোটা কয়েকজনকে নেতা বানিয়ে না রেখে সুদীর্ঘ ১৩/১৪ বছর পর শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি পূর্ণাঙ্গ কমিটি এনে দিয়ে আরো অনেককে নেতৃত্বদানের সুযোগ করে দিয়েছেন।আমাদের কৃতজ্ঞ থাকা উচিত,তাই নয় কি?কেউ ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করলে চিরতরে বঞ্চিত হবেন আর সর্বত্র ঘৃণিত ও নিন্দিত হবেন।ছাত্রলীগের সিনিয়র সদস্য হিসেবে আমাকে মূল্যায়ন করায় আমার রাজনৈতিক অভিভাবক পার্থ দাদাকে কৃতজ্ঞচিত্তে অভিনন্দন জানাই।কারণ আমি আশাবাদী,দাদার সাথে রাজনীতি করলে ভবিষ্যতে আলোর রেখা দেখতে পাব।পদপ্রাপ্তরা অহংকারী হবেন না আর বঞ্চিতরা অসংযত হবেন না বরং প্রকৃত শিক্ষা অর্জনের পাশাপাশি রাজনীতিতে সময় দিবেন।তবেই বঙ্গপিতার আদর্শের সৈনিক হতে পারবেন।এই শুভলগ্নে ছাত্রলীগের সকল নেতাকর্মীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।পরিশেষে,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতি এবং পার্থ দাদার প্রতি আাবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সর্বোচ্চ বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয়ে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালির হাতে গড়া সংগঠনে আমার রাজনীতি করার পথ সুগম করে দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল