৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ রোধে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনেকটাই সংকুচিত। ফলে অন্যান্যবারের মতো ঈদগাহের খোলা মাঠে হবে না নামাজ। কোলাকুলিতেও রয়েছে নিষেধাজ্ঞা।
এরমধ্যে ঘুর্ণিঝড় আম্ফান লণ্ডভণ্ড করে দিয়েছে দেশের উপকূলীয় এলাকাসহ কয়েকটি জেলা। ফলে ঈদের আমেজ অনেকটাই ফিকে হয়ে গেছে।
প্রলয়ঙ্করী ঘড়ের পর তাই এখন অনেকের প্রশ্ন ঈদের দিনের সকালের আবহাওয়া কেমন থাকবে। রৌদ্রজ্জ্বল নাকি বৃষ্টিভেজা?
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘুর্ণিঝড় আম্ফান চলে যাওয়ায় এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। ফলে ঈদের দিন সকালে ঢাকায় স্বাভাবিকভাবেই রোদ থাকবে। ওইদিন ঢাকায় ৩৪ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।’
তিনি বলেন, ‘ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভবনা নেই। তবে উত্তরে অর্থাৎ রংপুর অঞ্চলসহ সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে সামান্য বৃষ্টি হতে পারে।’
উল্লেখ্য, সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৩ মে) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মসচিব নুরুল ইসলাম বলেন, ‘শনিবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (২৪ মে) ৩০ রমজান পূর্ণ হবে। সোমবার (২৫ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D