কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় মাসুক মিয়া (২৬) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে কোম্পানীগঞ্জের টুললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বাইসাইকেলযোহে আসা মাসুমকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান,  দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল