কোম্পানীগঞ্জ থানায় সদ্য যোগদানকারী ওসি মো. আলতাফ হোসেনের সাথে উপজেলা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ২৬ ফেব্রুয়ারী রোববার বিকেলে সিলেট নগরীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শেখ মোর্শেদের সভাপতিত্বে, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকবর রেদওয়ান মনার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিকলীগ নেতা নূরুল ইসলাম, কোম্পানীগঞ্জ ডেভোলাপমেন্ট সোসাইটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব এম সোহেল আহমদ, সমাজসেবী আক্তার হোসেন, ইমরান আহমদ।
সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ এম এ এইচ শাহিন, সদস্য এম হাসান মাহমুদ, জিয়াউর রহমান প্রমুখ।
মতবিনিময়কালে ওসি আলতাফ হোসেন বলেন, সেবাই পুলিশের ধর্ম। পুলিশ জনগণের বন্ধু। সমাজের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। আমি এই থানায় নতুন এসেছি। আমার অনেক কিছুই অজানা রয়েছে। সমাজের বিবেকবান সাংবাদিক বন্ধুরা যদি আমাকে সহযোগিতা করেন, তবেই অপরাধ দমন করা আমার পক্ষে সহজ হবে। তিনি উপজেলার সকল শ্রেণী পেশার লোকজনের সহযোগিতা কামনা করেন। সভা শেষে ওসি আলতাফ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দ।- প্রেস বিজ্ঞপ্তি