কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যুবক খুন

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৬

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যুবক খুন

35সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফয়সল আহমদ(৩০)। তিনি ভোলাগঞ্জের ঢোলাখাল গ্রামের তোতা মিয়ার পুত্র।। বুধবার সকাল ৯ টায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকালে ভোলাগঞ্জ কাস্টমস ঘাট এলাকায় প্রতিপক্ষ দোলা মেম্বার গ্রুপের সাথে ফয়সলের কথাকাটাকাটি হয়।  এর জের ধরে তাঁর উপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত ফয়সল আহমদকে আশংকাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে আনা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
পাথর কোয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম।
২০১৫ সালের ৩১ অক্টোবর ভোলাগঞ্জ কোয়ারিতে কলেজ ছাত্র শামীম আহমদ ছোটন খুন হয়। এর ৮ মাসের মাথায় একই এলাকায় আবারও খুনের ঘটনা ঘটলো।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল