কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক শামীম ও শাহ খুররম ডিগ্রী কলেজ সভাপতি শাহিনকে শোকজ

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৬

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক শামীম ও শাহ খুররম ডিগ্রী কলেজ সভাপতি শাহিনকে শোকজ

sylhet-jcd-pic১৯ অক্টোবর ২০১৬, বুধবার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে সুনির্দিষ্ট ভাবে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা ছাত্রদলের অর্ন্তগত কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শামীম ও সদর উপজেলার শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এস কে শাহিনকে জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না শোকজ করেছেন বলে এক বিবৃতিতে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নিদের্শ প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুসারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল