সিলেট ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১
স্পোর্টস ডেস্ক ::
ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টে (অ্যাডিলেড-মেলবোর্ন) ব্যাটিংয়ে ব্যর্থ স্টিভ স্মিথ। তবে সিডনিতে তৃতীয় টেস্টে তুলে নেন সেঞ্চুরি। ক্যারিয়ারের ৭৬তম টেস্টে ২৭তম সেঞ্চুরি করার ফল হাতেনাতেই পেলেন অস্ট্রেলিয়ান সাবেক এ অধিনায়ক।
মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষিত র্যাংকিংয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেলেন স্মিথ। র্যাংকিংয়ে আগে দুইয়ে ছিলেন কোহলি। তিনে ছিলেন স্মিথ। এখন দুইয়ে স্মিথ। তিনে কোহলি।
সন্তান জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে গিয়েও অ্যাডিলেড টেস্টে খেলে দেশে ফেরেন কোহলি। সোমবার তিনি কন্যার বাবা হয়েছে। জাতীয় দলের হয়ে সবশেষ দুই টেস্টে না খেলায় আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে পিছিয়ে গেলেন ভারতীয় অধিনায়ক।
মঙ্গলবার প্রকাশিত র্যাংকিংয়ে ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৯০০ পয়েন্ট নিয়ে দুইয়ে স্মিথ। ৮৭০ পয়েন্ট নিয়ে তিনে বিরাট কোহলি। ৮৬৬ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা র্যাংকিং চারে অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। ৭৮১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।
সিডনি টেস্টের জোড়া ফিফটিতে দুই ধাপ এগিয়ে চেতেশ্বর পূজারা উঠেছেন আট নম্বরে। না খেলেও দুই ধাপ এগিয়েছেন বেন স্টোকস, তিনি আছেন ছয়ে। তিন ধাপ পিছিয়ে ডেভিড ওয়ার্নার নেমে গেছেন দশে।
বোলারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষ চারে প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড, নিল ওয়াগনার ও টিম সাউদি। তিন ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন জশ হ্যাজলউড। আর তিন ধাপ পিছিয়ে আটে নেমে গেছেন তার সতীর্থ মিচেল স্টার্ক।
সবচেয়ে উল্লেখযোগ্য লাফটা দিয়েছেন নিউজিল্যান্ডের নতুন পেস বোলিং সেনসেশন কাইল জেমিসন। ক্রাইস্টাচার্চ টেস্টে ১১ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন তিনি।
অলরাউন্ডারদের র্যাংকিংয়েও জেমিসনের জন্য সুখবর। মাত্র ছয় টেস্ট খেলেই তিনি জায়গা করে নিয়েছেন পাঁচ নম্বরে। যথারীতি শীর্ষে বেন স্টোকস। জেসন হোল্ডারকে তিনে নামিয়ে দুইয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। চারেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd