২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬
২৬ আগ্রস্ট ২০১৬, শুক্রবার : একেই বলে মানবতা। অলিম্পিকের একটি পদকের জন্য লড়াই করেছেন আজীবন। এবার রিও’তে মিলেছে সে কাক্সিক্ষত পদক। অ্যাথলেটিকসের ডিসকাস থ্রোয়িংয়ে জেতেন রূপার পদক। এই পদক জয়ের পর পোল্যান্ডের খেলোয়াড় পিওতর মালাচোস্কি দেখালেন অনন্য এক মানবতা। চোখের ক্যানসারে আক্রান্ত তিন বছর বয়সী এক ছেলের চিকিৎসার জন্য বিক্রি করে দিবেন সে রূপার পদক। ব্রাজিলের অলিম্পিকে পদক জয়ের পর দেশে ফেরেন পিওতর। এরপর তার কাছে একটি চিঠি পৌঁছায়। এক মা তার তিন বছর বয়সী ছেলের চোখের ক্যানসারের চিকিৎসার জন্য সাহায্য চান। নিউইয়র্কের একটি হাসাপাতালে ছাড়া এই চিকৎসা সম্ভব নয় বলে তিনি জানান। কিন্তু হাত প্রায় শূন্য। কী করবেন ভেবে পাচ্ছেন না। ওই মায়ের ডাকে সাড়া দিতে দেরি করেননি পোল্যান্ডের অ্যাথলেট পিওতর। তিনি তার জেতা অলিম্পিকের রূপার পদক বিক্রি করে ছেলেটির চিকিৎসার জন্য দিবেন বলে কথা দিয়েছেন। তার এ পদক তিনি নিলামে তুলবেন। সেখান থেকে পাওয়া অর্থের পুরোটাই দিয়ে দিবেন ওই ছেলের চিকিৎসার জন্য। এ খবর পিওতর নিজেই টুইটারে দিয়েছেন। টুইটারে পদকসহ নিজের এবং ক্যানসারে আক্রান্ত ওই শিশুর ছবি দিয়ে নিচে লিখেছেন, ‘এই ছেলেটির ক্যানসার চিকিৎসার জন্য অলিম্পিকে পাওয়া পদকটি বিক্রি করে দিচ্ছি।’ তিনি আরো লেখেন, ‘রিও’তে আমি সোনার জন্য লড়াই করেছিলাম। কিন্তু আমি আজ এমন একটি বিষয়ের জন্য লড়াই করতে আহবান জানাচ্ছি যা আমার এই পদকের চেয়ে দামি। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার এই রূপার পদকটি সোনার চেয়ে দামি হয়ে উঠবে।’
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D