২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭
ঢাকার গুলশানে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি।
বুধবার দুপুরে ঘটনাস্থল ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলার পর সাংবাদিকদের কাছে এই দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আজকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা দোকান পরিচালনা করছেন, তাদের মধ্যে যে সন্দেহের সৃষ্টি হয়েছে যে, এটা পরিকল্পিত অগ্নিকান্ড। এটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন, কারণ উৎঘাটন করা দরকার। যদি তা-ই হয়ে থাকে, এটার জন্য দায়ী কারা, সেটাও বের করা উচিৎ এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আনতে হবে।
সেজন্য আমি মনে করি, এই ঘটনার নিরপেক্ষ সুষ্ঠূ তদন্তের মধ্য দিয়ে সঠিক সত্যটি উৎঘাটন করা প্রয়োজন। সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও দোকান পরিচালকদের পূর্ণবাসন করার দাবিও জানান বিএনপি মহাসচিব।
সোমবার রাত ২টার দিকে রাজধানীর গুলশানে ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুনে দেড় শতাধিক দোকান পুড়ে যায়। দ্বিতল মার্কেট ভবনের পূর্ব দিকের একটি অংশ ধসে গেছে।
গুলশান-১ নম্বরে সিটি করপোরেশনের প্রায় সাত বিঘা জমির ওপর নির্মিত এই বিপণি বিতানে কাঁচা ও পাকা মার্কেট মিলিয়ে দুই অংশে দোকান রয়েছে ছয়শর মত। নিচতলায় বড় একটি অংশে আসবাবপত্রের পাশাপাশি খাবার ও গ্যাস সিলিন্ডার মেরামতের দোকান রয়েছে। দোতলায় রয়েছে আমদানি করা খাদ্য পণ্যের প্রসাধনী, পোশাক, প্লাস্টিক পণ্য, গয়না ও ইলেকট্রনিক্স পন্যের দোকান। আর নিচতলায় পূর্ব অংশে রয়েছে কাঁচাবাজার।
পুঁড়ে যাওয়া দোকান মালিকদের অনেকের অভিযোগ আগুন লাগানো হয়েছে। অনেকে আবার অভিযোগ করেছেন সময়ময় ফায়ার বিগ্রেডের সব ইউনিট আসলে এতো দোকান পুঁড়ে যেতো না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি শুনেছি যে এখানে ৬৯৫টি ছোট-বড় দোকান রয়েছে। দুর্ভাগ্যজনক যে এই অগ্নিকান্ডে সবাই প্রায় নিঃশেষ হয়ে গেছেন, তারা পথে দাঁড়িয়ে গেছেন। এখানে অনেকে দোকান করতেন, তাদের সীমিত পূঁজি। তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
আমি মনে করি, এখানে সরকার ও সিটি করপোরশন এসব ব্যবসায়ীদেরকে ক্ষতিপুরণ করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিৎ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গতকালই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে থেকে এই অগ্নিকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুপুর সাড়ে ১২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে আসেন। তিনি ঘুরে অগ্নিকান্ডে ধসে যাওয়া দোকানগুলো দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন।
এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মহানগর নেতা আবদুল আলিম নকি, ফারুক হোসেন ভুঁইয়া, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D