খছরু ও শাহীনের মাতার মৃত্যুতে আরাফাতের শোক প্রকাশ

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৬

খছরু ও শাহীনের মাতার মৃত্যুতে আরাফাতের শোক প্রকাশ

13115314_1007392652631899_1132808636_n copyবাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট মহানগর শাখার আহবায়ক বিএনপি নেতা সালেহ আহমদ খছরু ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য ও নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার ক্রীড়া সম্পাদক তরুণ সমাজ কর্মী ইমতিয়ার হোসেন আরাফাত।
এক শোক বার্তা তিনি মরহুমার রুহের মাগফেরাত কমনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল