৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৬
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৬, বুধবার: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা আক্তার নার্গিসকে শিগগিরই লাইফ সাপোর্ট থেকে বের করা হবে।
বুধবার চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন নার্গিসের পরিবারের সদস্যরা। তারা জানান, এর মধ্যেই স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জন্য নার্গিসের শ্বাসনালিতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। যদি শ্বাস-প্রশ্বাস নিতে কোনো সমস্যা না হয়, তাহলে খুব শিগগিরই তাকে লাইফ সাপোর্ট থেকে বের করবেন চিকিৎসকরা।
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন জানান, ইতোমধ্যে নার্গিসের গলায় অক্সিজেনের নল স্থাপন করা হয়েছে। লাইফ সার্পোট থেকে সরিয়ে নেওয়ার প্রথম ধাপ এটি।
নার্গিসের চাচা আব্দুল কুদ্দুস বলেন, ‘গুরুতর অবস্থা থেকে উন্নতির প্রথম ধাপে রয়েছে নার্গিস। ধীরে-ধীরে উন্নতি হচ্ছে তার। তবে এখনও সে আশঙ্কামুক্ত নয়।’
গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদে ফুঁসে উঠে গোটা দেশ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D