খাদিজার পরিবারের পাশে সিলেট মহিলাদল

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

খাদিজার পরিবারের পাশে সিলেট মহিলাদল

ruktona৭ অক্টোবর ২০১৬, শুক্রবার: সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস’র মা-বাবার পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল সিলেট জেলা ও মহানগর নেত্রীবৃন্দ।
৭ অক্টোবর শুক্রবার বিকেলে খাদিজার নিজ বাড়িতে মহিলাদলের নেতৃবন্দ তার পরিবারে সাথে সাক্ষাৎ করেন এবং হামলাকারী বদরুলের সর্বচ্ছ শাস্তির দাবী জানান। যাতে সমাজে নতুন করে আর কোন বদরুলের সৃষ্টি না হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সরকারীর মহিলা কলেজের সাবেক ভিপি ও মহিলাদলের সিলেট মহানগর সভানেত্রী অধ্যাপিকা সামিয়া চৌধুরীর, প্যানেল মেয়র সাধারন সম্পাদিকা এডভোকেট রোকসানা আক্তার শাহনাজ, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর সালেহা কবির শেপী, সহ সভানেত্রী জাহানারা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক ফাতেমা জামান রোজী, সাংগঠনিক সম্পাদিকা আমেনা বেগম রুমী, মহানগর সাংগঠনিক সম্পাদক মিনারা হোসেন, সহ সাংগঠনিক সম্পাদিকা রেহেনা ফারুক শিরিন প্রমুখ। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল