১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬
২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার: পর এবার পরিক্ষার্থী তাহমিনাকে একই কায়দায় কুপালো সন্ত্রাসীরা। সিলেটে কলেজছাত্রী খাদিজাকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ ঘটনা ঘটলো।
মুন্সীগঞ্জে সিরাজদীখানে দশম শ্রেণির ছাত্রী তাহমিনা জাহান আখির(১৬) উপর বর্বরোচিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, জেলার সিরাজদিখান উপজেলার চোর মর্দন গ্রামের মো: তফিজুদ্দিনের মেয়ে তাহামিনা জাহান আখি উপজেলার রশুনিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার স্কুলে পরীক্ষা চলছিল। সে প্রতিদিনের ন্যায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার বিকেলে দুইজন মুখোসধারী দুর্বৃত্ত ধারালো ছোরা আর চাপাতি নিয়ে তার উপর হামলা চালিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এক পর্যায়ে আখি মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আখিকে সন্ধ্যার দিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই আখিকে অপারেশন থিয়েটারে নিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা জখমগুলোতে সেলাই দেওয়া হলেও এখনও আখির জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার। জ্ঞান না ফেরা পর্যন্ত তার অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছুই বলতে পারছেন না তারা। শরীরে বেশ কয়েকটি কোপানো জখমের কারণে তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলেও জানান তার স্বজনেরা। কেন বা কী কারণে আখির উপর এমন বর্বরোচিত হামলা সে সম্পর্কে স্কুল শিক্ষক, সহপাঠি বা তার পরিবারের কেউ কিছুই বলতে পারছেন না। তবে স্কুলের শিক্ষক,সহপাঠিসহ সকলেই এ হামলার তিব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। রসুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ তালুকদার এ ঘটনার নিন্দা জানিয়ে এর সুবিচার চান সরকারের কাছে।
তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও এই ঘটনার দোষী কাউকে আটক বা এর কোন রহস্য উদঘাটন করতে না পারায় এলাকারবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে এএসপি শ্রিনগর সার্কেল সামসুজ্জামান বাবু বলেছেন, “এ বিষয় আমরা তৎপর রয়েছি। তাহমিনা জাহান আখি একটু সুস্থ্য হলেই আমরা তার সাথে কথা বলে রহস্য উদঘাটন করতে পারবো এবং দোষিদের বিচারের কাঠগড়ায় দাড় করাতে পারবো। তবে অনেকে ধারনা করছে এটি কোন প্রেম গঠিত ঘটনার জেরে হতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D