খাদিজা উপর হামলার প্রতিবাদে আলোকবর্তিকা সিলেটের মানববন্ধন

প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

খাদিজা উপর হামলার প্রতিবাদে আলোকবর্তিকা সিলেটের মানববন্ধন

alokbortika-picসিলেট সরকারী মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বোরোচিত নিষ্ঠুর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকবর্তিকা সিলেটের উদ্যোগে শনিবার দুপুর ১২টায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

02

সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম জুবেলের সভাপতিত্বে ও আশলাফুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবর্তিকা সিলেটের উপদেষ্টা মাহমুদুল করিম নেওয়াজ, সচেতন যুব সমাজ সিলেটের সাধারণ সম্পাদক কামাল হোসেন নাজিম, রুবেল আহমদ, আব্দুন নুর। এছাড়াও উপস্থিত ছিলেন বায়েজিদ, সুহান, শামসুল জাকির, আসিফ আহমদ আরিফ, বুরহান উদ্দিন রাসেল, জুনাঈদ সিদ্দিকী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই। যারা মানুষ ও মানবতার উপর বর্বরোচিত হামলা চালাতে পারে তারা কখনো কোন দলের হতে পারে না।  খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুল একজন সন্ত্রাসী। তাকে দ্রুত বিচার আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে  হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল