৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬
৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের পদত্যাগ দাবি করেছে বিএনপি।
সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এ দাবি করেন।
মওদুদ আহমদ বলেন, এই দুইমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। তাই তাতের এ পদে থাকার অধিকার নেই।
তিনি বলেন, দুই মন্ত্রীর শপথ ভঙ্গে ভয়ানক জাতীয় এবং সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। কারন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভাগ্য আজ আদালত অবমাননা মামলায় সাজাপ্রাপ্ত দুই মন্ত্রীর হাতে বন্দি। সাজাপ্রাপ্ত মন্ত্রীরা জনগণের প্রতিনিধিত্ব করছে। একজন মন্ত্রী শুধুমাত্রই দেশের জনগণেল প্রতিনিধিত্ব করে কোন দলের নয়। কাজেই দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে অনতিবিলম্বে দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
তিনি আরো বলেন, ২৭ মার্চ রায় প্রদানের তারিখ থেকে দুই মন্ত্রী কতৃক স্বাক্ষরিত সকল আদেশ বাতিল ঘোষনা করার আহবান জানাচ্ছি। আর তা না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এর সুদুরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দুই মন্ত্রী বিচার বিভাগের মর্যাদাকে খাটো করেছেন। বিষয়টি শুধুমাত্র আইনগত নয়, নৈতিকতার সাথে ও গভীরভাবে জড়িত। খাদ্য ও মুক্তিযোদ্ধামন্ত্রী পদত্যাগ করলে নিজের, দলের ও সরকারের জন্য মঙ্গলজনক হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D