খালেদাকে কোথাও জন্মদিনের কেক কাটতে দেয়া হবে না—-এসএম জাকির হোসাইন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

খালেদাকে কোথাও জন্মদিনের কেক কাটতে দেয়া হবে না—-এসএম জাকির হোসাইন

zakir bcl১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কোথাও কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে ভাষাবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।
খালেদা জিয়াকে হুমকি দিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করবেন না। যদি করেন, তবে ছাত্রলীগ নেতাকর্মীরা তা প্রতিহত করবে।’
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে যুগান্তরকে তিনি বলেন, ‘১৫ আগস্ট দিন-রাত দেশব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীরা পাহারা দেবে। কোথাও তাদেরকে কেক কাটতে দেয়া হবে না।’
খালেদা জিয়া নিজ বাসভবনে কেক কাটলে সেটিও প্রতিরোধ করা হবে কিনা- এমন প্রশ্নে জবাবে জাকির হোসাইন বলেন, ‘প্রকাশ্যে কোথাও কেক কাটতে দেয়া হবে না। তবে কেউ যদি লুকিয়ে লুকিয়ে ঘরের মধ্যে কেক কেটে ছবি তুলে গণমাধ্যমে পাঠায়, সেটিতো আর প্রতিহত করা সম্ভব নয়।’
ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বক্তব্য সমর্থন করে সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ যুগান্তরকে বলেন, ‘অবৈধ জন্মদিন বাংলাদেশের মাটিতে পালন করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগ তা পালন করতে দেবে না।’

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল