খালেদা জিয়ার সঙ্গে জন কেরির সাক্ষাৎ সোমবার

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

খালেদা জিয়ার সঙ্গে জন কেরির সাক্ষাৎ সোমবার

zia & jon২৮ আগস্ট ২০১৬ইং, রবিবার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আগামীকাল সোমবার (২৯আগস্ট) ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। দায়িত্ব নেয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর হবে।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ২৯ আগস্ট ঢাকা এসে ওই দিনই আবার দিল্লি চলে যাবেন জন কেরি। তবে দিল্লি যাবার আগে বিকাল ৩টার দিকে রাজধানীর রেডিসন হোটেলে খালেদা জিয়ার সঙ্গে জন কেরি’র সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, এই সফরে মি. কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পেশাজীবী, নাগরিক সমাজ এবং গণমাধ্যমে একটি প্রতিনিধিদলের সঙ্গে তার মত বিনিময়ের কথা রয়েছে।
সর্বশেষ ২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন দুই দিনের সফরে ঢাকা এসেছিলেন।

সূত্র: breakingnewsbd.online

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল