খালেদা জিয়ার সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড প্রতিনিধি দলের বৈঠক বৃহস্পতিবার

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

খালেদা জিয়ার সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড প্রতিনিধি দলের বৈঠক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড কমিটির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।

এ সময় দলের কয়েকজন নেতাও বৈঠকে চেয়ারপার্সনের সংগে থাকবেন।

বৈঠকে ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেডের চেয়ারম্যান বার্নেড লেগ ছাড়াও দক্ষিন এশিয়া কমিটির চেয়রাম্যান ও পার্লামেন্টের চার জন এমএপি দুইজন কর্মকর্তাসহ কমিশনের উচ্চ পদস্থ একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।

জানা গেছে, বাংলাদেশের মানবাধিকার গনতন্ত্র আইনের শাসন ব্যবসা বানিজ্য নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে ও স্বাধীন নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকারের সাথে আলোচনা করবে প্রতিনিধিদ দল।
আরএম

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল