৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬
রাজধানীর খিলক্ষেতে জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- সাধু মিয়া (৫০), তার ছেলে আব্দুল হালিম (২৯) ও বোন ফাতেমা বেগম (৪২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল পৌনে ৭টার দিকে খিলক্ষেত থানার ডেলনা এলাকায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার কর্তব্যরত অফিসার উপপরিদর্শক (এসআই) শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে হামিদুল্লাহ (৩৬) নামে একজনক আটক করেছে। তবে এখনো এই ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি জানিয়ে এই এসআই আরও জানান, বিষয়টি তদন্ত করছে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সাধু মিয়া বলেন, হামিদুল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তি জোর করে তার জমির উপর ড্রেজার মেশিনের পাইপ বসিয়েছে। তিনি বালু ভরাটের প্রস্তুতি নিচ্ছিলেন। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করলে সে আমাদের ওপর গুলি ছুঁড়ে। এতে তাদের তিনজনের পায়ে গুলি লাগে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তিনজনের গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D