খেলাধুলা মাদক মুক্ত সু-শৃঙ্খল যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে–প্যানেল মেয়র রোকশানা

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

খেলাধুলা মাদক মুক্ত সু-শৃঙ্খল যুব  সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে–প্যানেল মেয়র রোকশানা

সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেছেন, খেলাধূলা মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে যুবসমাজকে নিয়ে প্রত্যেক ওয়ার্ডে খেলাধূলার আয়োজন করতে হবে। তাহলেই তরুণ যুবকরা মাদকে আসক্ত না হয়ে খেলাধূলায় মনোনিবেশ হবে। খেলাধুলা মাদক মুক্ত সু-শৃঙ্খল যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে সমাজে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়। ফলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
তিনি ১০ ডিসেম্বর শনিবার সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ’র সভাপতি আকমল আলী মালাই’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ রুহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শিব্বির আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের ক্রীড়া সম্পাদক শরিফ উদ্দিন মুন্না ও সহ-ক্রীড়া সম্পাদক আশফাক আহমদ। আরো বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি বদরুল আলম রিপন, অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার, সমাজ সেবা সম্পাদক খোকন আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইমন আহমদ, মামুন আহমদ, আয়েক প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল