৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬
সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ বলেছেন, খেলাধূলা মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে। তাই মাদক মুক্ত সমাজ গড়তে যুবসমাজকে নিয়ে প্রত্যেক ওয়ার্ডে খেলাধূলার আয়োজন করতে হবে। তাহলেই তরুণ যুবকরা মাদকে আসক্ত না হয়ে খেলাধূলায় মনোনিবেশ হবে। খেলাধুলা মাদক মুক্ত সু-শৃঙ্খল যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে সমাজে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়। ফলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
তিনি ১০ ডিসেম্বর শনিবার সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ’র সভাপতি আকমল আলী মালাই’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ রুহেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শিব্বির আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংঘের ক্রীড়া সম্পাদক শরিফ উদ্দিন মুন্না ও সহ-ক্রীড়া সম্পাদক আশফাক আহমদ। আরো বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি বদরুল আলম রিপন, অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস তালুকদার, সমাজ সেবা সম্পাদক খোকন আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইমন আহমদ, মামুন আহমদ, আয়েক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D