খেলাধূলাতেই সকল বিভেদ ভুলে মানুষ একাত্ম হয়ে আনন্দ প্রকাশ করে– আ.ফ.ম কামাল

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

খেলাধূলাতেই সকল বিভেদ ভুলে মানুষ একাত্ম হয়ে আনন্দ প্রকাশ করে– আ.ফ.ম কামাল

সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ. ফ. ম. কামাল বলেছেন, সুস্থ শরীর গঠনের পাশাপাশি খেলাধূলা মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধূলা মানুষের শারীরিক মানসিক বিকাশে সহায়তা করে। খেলাধূলা যুবসমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখে। খেলাধূলাতেই সকল বিভেদ ভুলে মানুষ একাত্ম হয়ে আনন্দ প্রকাশ করে। তাই খেলাধূলার গুরুত্ব অপরিসীম।
তিনি রোববার নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও যুক্তরাজ্য কমিনিউটি নেতা বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব মুফতি বুরহান উদ্দিনের সার্বিক সহযোগিতায় সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ২য় রাউন্ডে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক স্টেইট ব্যাংক এর ডাইরেক্টর সৈয়দ এপতার হোসেন পিয়ার, ১৫নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, মুফতি জুনেদ উদ্দিন, গোলাম জিলানী খান, আশরাফ হোসেন শাহেদ, কামরুল হোসেন রাজিব, বরকত মিয়া, ইসমাইল হোসেন খোকন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জুয়েল আহমদ জুবেদ, রেজওয়ান আহমদ, রায়হান আহমদ, আব্দুল হামিদ সায়েম প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী স্টার জুটির মাঙ্গাল।
খেলা পরিচালনা করেন অজিত ভট্টাচার্য্য, প্রদীপ সিংহ, মিনহাজ আহমদ, কৃষ্ণপদ দে, মামুন আহমদ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল