সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৬
দেশব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী আইন বহির্ভূতভাবে গণগ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুপ্তহত্যাকে কেন্দ্র করে চলমান এই গণগ্রেপ্তার আইনবিরোধী। হাইকোর্টের নির্দেশ রয়েছেÑ বিনাওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু এই আদেশ মানা হয়নি। শুক্রবার রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, সরকার বলেছেÑ তারা জঙ্গি ধরতেই এই অভিযান চালিয়েছে। তারা দাবি করেছেÑ ১২ হাজারের মধ্যে এর মধ্যে মাত্র ১৮৫ জন জঙ্গি। তাহলে বাকিরা কারা? বাকিরা হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। তিনি বলেন, সমগ্র দেশে ফ্যাসিস্ট শাসন চলছে। গুম-খুন করে বিরোধী রাজনৈতিক নেতাদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করছে সরকার। বিএনপির মহাসচিব মনে করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। দেশের অর্থনীতিও ধ্বংসের পথে। জমিয়তের সহ-সভাপতি মোস্তফা আজহারের সভাপতিত্বে ইফতার মাহফিলে জমিয়তের মহাসচিব নূর হোসাইন কাসেমী বক্তব্য রাখেন। এতে ২০ দলীয় জোটের নেতারা অংশ নেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd