৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬
২৩ অক্টোবর ২০১৬, রবিবার: গণতান্ত্রিক পরিবেশ না থাকায় আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি যায়নি বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
২ মাস কারাভোগের পর মুক্তি পেয়ে রোববার দুপুরে রাজধাণীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। গণতান্ত্রিক পরিবেশ থাকলে যাওয়া যেত। যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আক্রমন করে বক্তব্য দেয়, বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ আসেনি। দলের নেতাকর্মীদের গুম খুন মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে এরকম পরিবেশে মেরুদন্ড নিয়ে কিভাবে তাদের কাউন্সিলে উপস্থিত হওয়া যায়।
তিনি বলেন, সরকার দেশে সর্বক্ষেত্রে লেলিহান চালাচ্ছে। তারা জনগণের প্রতিনিধি নয় নিজেদেরকে জমিদার মনে করে। তারা গোটা রাজধাণীকে দখল করে নিয়ে অবৈধ ভাবে কাউন্সিল করছে। সরকার দশ্যবৃত্তির মাধ্যমে সমস্ত কাজ করছে। এরই প্রতিফলন দেখছি আওয়ামী লীগের কাউন্সিলে। তারা লাল,নীল ও ঝাড় বাতি লাগিয়ে ঢাকাকে একাকার করে ফেলছে। এভাবে রাজনৈতিক কাউন্সিল হতে পারে না। এটাকে বনার্ঢ্য বলা যাবে না এটা বেহাল্লাপনা।
বিএনপির এই নেতা বলেন,বিএনপির কাউন্সিলে সরকার বিভিন্ন ভাবে বাধা দিয়েছে। রাস্তায় রাস্তায় নেতাকর্মীদের আসতে বাধা দিয়েছে। কাউন্সিলের অনুমতি দিয়েছে দুই/তিনদিন আগে। যেন সকলের মনে একটা সংন্দেহ জাগে বিএনপি কাউন্সিল করতে পারবে কিনা। আমাদের ব্যানার পোস্টার লাগাতে দেয়নি।
এসময়ে মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, মেয়র অধ্যাপক এম এ মান্নান, হাবিব উন নবী খান সোহেলের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবি করেন রিজভী।
এসময়ে উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ দফতরসম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D