গনতন্ত্র পুনরুদ্ধার ও জনতার মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই–আলহাজ্ব শফি চৌধুরী

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

গনতন্ত্র পুনরুদ্ধার ও জনতার মুক্তির জন্য  ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই–আলহাজ্ব শফি চৌধুরী

mpppবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন- মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দেশের মুক্তিকামী জনতার প্রিয় সংগঠন হচ্ছে বিএনপি। ক্ষমতাসীন অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে সম্পুর্নরুপে ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করছে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বেচে থাকতে সেই ষড়যন্ত্র কোনদিন সফল হবেনা। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো বেগবান হবে। গনতন্ত্র পুনরুদ্ধার ও জনতার মুক্তির জন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিঁেয় পড়তে হবে। এক্ষেত্রে বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদল কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

পুনরায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের ফুলেল সংবর্ধনার জবাবে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রুমেল, সোহেল ইবনে রাজা, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা আজিজুর রহমান লায়েক, উজ্জল আহমদ চৌধুরী, হুমায়ুন রশীদ, আবু বকর সিদ্দিক, তাজুল ইসলাম, আহমদ সানী, জাকির আহমদ রুবেল, শানুর আহমদ সামাদ, শামসুদ্দিন শুভ, আল-আমীন স¤্রাট, জামিল আহমদ জমির, আলী আহমদ রনি, মোস্তফা আমীন সামাদ ও আশরাফ আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল