সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬
‘এশিয়া- ইউরোপ মিটিং’ (আসেম) ১১তম সম্মেলনে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গুলশানের ঘটনায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিতে কিছুটা ছেদ পড়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। মঙ্গোলিয়া সফরের ব্যাপারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ রোববার বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদেশিদের চাইতে দেশের অনেকেই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সক্রিয়- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের সোপানে পা দিয়েছে- তখন গুলশানের ঘটনা বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তিতে ছেদ পড়েছে।’
তিনি আরো বলেন, ‘এসব সন্ত্রাসীদের অস্ত্রদাতা, যোগানদাতা, মদদদাতাদের খুঁজে বের করতে হবে। এজন্য সকলের সহযোগিতা করতে হবে।’
তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব সময় অসাংবিধানিকভাবে ক্ষমতায় যাওয়ার বিপক্ষে। তুরস্কের জনগণ সেনা অভ্ুত্থান ব্যর্থ করে প্রমাণ করে দিয়েছে জনগণই সকল ক্ষমতার উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১তম ‘এশিয়া- ইউরোপ মিটিং’ (আসেম) সম্মেলন উপলক্ষে ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত মঙ্গোলিয়া সফর করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd