সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০১৬
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কয়েকজন সঙ্গীসহ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অবস্থান করছেন। শুক্রবার সকাল ১১টায় প্রেস ব্রিফিং করার পর থেকে তিনি ওই কার্যালয়টি থেকে বের হননি।বিএনপির একাধিক সূত্র জানায়, শুক্রবার প্রেস ব্রিফিংয়ের সময় থেকে পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা গুলশান কার্যালয়টির আশেপাশে অবস্থান নিয়েছেন। রিজভী আহমেদ বের হলে গ্রেফতার হতে পারেন বলে তিনি কার্যালয়টি থেকে বের হননি।শনিবার সকাল সোয়া ১০টায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শুক্রবার প্রেস ব্রিফিংয়ের পর থেকে রিজভী সাহেব গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কার্যালটির আশেপাশে অবস্থান নেয়ায় তিনি কার্যালয় থেকে বের হচ্ছেন না।শায়রুল কবির আরো জানান, সম্প্রতি একটি মামলায় রিজভী সাহেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার (রিজভী) ধারণা, এজন্য পুলিশ হয়তো সেখানে অবস্থান নিয়েছেন। বের হলে তিনি গ্রেফতার হতে পারেন। এজন্য কার্যালয়েই অবস্থান করছেন তিনি।জানা গেছে, রিজভীর সঙ্গে কর্যালয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য বেলাল আহমেদ, সেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম পটু, সেচ্ছাসেবক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম ও তুষার নামের এক কর্মী।এ বিষয়ে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, রিজভী সাহেব শুক্রবার সকালে ব্রিফিং করার পর চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ আটকের চেষ্টা চালায়। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন।রিজভী আহমেদের সঙ্গে তিনিসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়টি অবস্থান করছেন বলে জানান অধ্যাপক আমিনুল। তবে এ বিষয়ে রিজভী আহমেদের সঙ্গে কথা বলতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।গুলশান থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর জানান, রিজভী তার কর্যালয়ে অবরুদ্ধ হওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd