সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন কূটনীতিকরা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বিকেল সোয়া চারটার দিকে এ বৈঠক শুরু হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
কূটনৈতিকদের মধ্যে আমেরিকা, ব্রিটিশ, অস্ট্রেলিয়া, স্পেন, জার্মানি, নরওয়ে, ইন্দোনেশিয়া, ইরান, সিঙ্গাপুর, সৌদি আরব, পাকিস্তান, নেপাল ও জাতিসংঘের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
মহাসচিব ছাড়াও বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য বারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের সঙ্গে চলমান এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিদেশিদের সাথে সাধারণত কর্মসূচি থাকলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে আগেভাগেই জানানো হয়।
তবে এ বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ না জানালেও গতকাল থেকেই খবর ছিল সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিদেশিদের সঙ্গে বিএনপি সিনিয়র নেতাদের এই বৈঠক হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd