১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীতে শটগানের গুলি সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে তাকে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের এমডি আব্দুল হাকিম।
জানা যায়, আব্দুল হাকিমের বিরুদ্ধে বিগত ২০ সেপ্টেম্বর ওসমানী নগর থানায় মারামারি সংক্রান্ত বিষয়ে মামলা ছিল। সে ঐ মামলার ৩নং আসামি। তাকে খোঁজতে মামলা বাদী হবিগঞ্জ জেলা সদরের আনফর উল্লাহর ছেলে মনির হোটেল মেট্রোতে আসলে আসামি আব্দুল হাকিম তাকে দেখে ধরে নিয়ে বেধড়ক মারধর করে আটক রাখে। পরে মনিরকে ফাঁসাতে একটি ব্যাগে ৩টি শটগানের গুলি রেখে পুলিশকে খবর দেয় আব্দুল হাকিম।
পুলিশ ঘটনাটস্থল এসে সিসি ক্যামেরা এবং হোটেলের অন্যান্য কর্মচারীদের আলাপচারিতায় বুঝতে পারে যে মনিরকে ফাসানোর জন্য এ গুলিগুলো দিয়ে নাটক সাজিয়েছে আব্দুল হাকিম। পরে ঘটনাস্থলে সিলেট কতোয়ালী মডেল থানার এসি নুরুল হুদা আশরাফির নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আব্দুল হাকিমকে আটক করে কতোয়ালী থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদের জন্য ১জন সিকিউরিটি গার্ডকে নিয়ে আসা হয়। আহত মনির চিকিৎসাধীন অবস্থায় আছে। এব্যাপারে কতোয়ালী থানার এসি নুরুল হুদা আশরাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D