গোপনে বড় অংকের টাকা নিয়ে মাঠ বরাদ্দ প্রদান ॥ কোরবানীর অবৈধ পশুর হাটের ব্যবসায় এবার বিজিবি!

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৬

গোপনে বড় অংকের টাকা নিয়ে মাঠ বরাদ্দ প্রদান ॥ কোরবানীর অবৈধ পশুর হাটের ব্যবসায় এবার বিজিবি!

14203321_688333148007631_5064314188640173680_n০১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার: সকলকে টেক্কা দিয়ে এবার সবার আগেই অবৈধ ব্যবসায় নেমে পড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোন ধরনের নিয়ম-নীতি ও আইন-কানুনের তোয়াক্কা না করেই সিলেটের বিজিবি তাদের আখালিয়াস্থ মাঠে কোরবানীর অবৈধ পশুর হাট বসিয়েছে। গোপনে বিরাট অংকের টাকা নিয়ে এ হাটের বরাদ্দ দিয়েছে একাধিক মামলার আসামী চিহ্নিত প্রতারক এমএ মঈন খান (বাবলু)কে যে কিনা সর্বমহলে মেলা বাবলু নামে পরিচিত। যার কাজই হচ্ছে এ ধরনের সময় সুযোগ বেছে নানা অবৈধ ব্যবসা ফেঁদে লোকজনের টাকা-পয়সা হাতিয়ে নেয়া। এর আগেও বিজিবি প্রতারক বাবলুকে কথিত বাণিজ্য মেলার নামে আখালিয়া মাঠ বরাদ্দ দেয় এবং মেলা চলাকালে ওই মাঠ থেকে প্রতারক বাবলুকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ দিন জেল খাটার পর বের হয়ে বাবলু আবারও সিলেট বিজিবির অসাধু কিছু কর্মকর্তার সাথে গোপন লেন-দেনের মাধ্যমে এ মাঠে এবার কোরবানীর পশুর হাট বসিয়েছে। যা প্রশ্নের সৃষ্টি করেছে সর্বমহলে। সচেতন মহলের অনেকেই প্রশ্ন রেখেছেন সীমান্ত রক্ষা যাদের দায়িত্ব তারা যদি কোরবানীর পশুর হাটের ব্যবসায় জড়িয়ে পড়ে তাহলে সীমান্ত দেখবে কে? সাবেক বিডিআর ডাল-ভাত কর্মসূচীর নামে যেভাবে ব্যবসায় জড়িয়ে নানা বিতর্ক সমালোচনা আর অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম দিয়েছিল সিলেট বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কোরবানীর অবৈধ পশুর হাট বসিয়ে সেই ধারাটি কি বজায় রাখতে চাচ্ছেন?

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল