গোপনে মেয়েদের গোসলের ছবি তুলে ব্ল্যাকমেইল, যুবক আটক

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

গোপনে মেয়েদের গোসলের ছবি তুলে ব্ল্যাকমেইল, যুবক আটক

67252.jpegসিলেট নগরীর মুন্সিপাড়ায় গোপনে মেয়েদের গোসলের ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেল সাড়ে ৫টার সময় মুন্সিপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শাহরিয়ার রিপন (৩১) মুন্সিপাড়ার ৬৮/ই এর আবদুল মতিনের ছেলে।

র‌্যাব-৯ এর সহকারি পরিচালক এএসপি মোহাম্মদ জিয়াউল হক জানান- শাহরিয়ার রিপন দীর্ঘদিন ধরে মেয়েদের গোসলের ভিডিও গোপনে ধারণ করে আসছিল। পরে ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিম ও তার পরিবারের কাছ থেকে অর্থ আদায় করতো।
এক মেয়ের বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে বিকৃত মানসিকতার ওই যুবককে গ্রেফতার করে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল