গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ

indexসিলেটের গোলাপগঞ্জে ইউপি নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৭নং লণাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার প্রদপ্রার্থী মো. ছালিক আহমদ এ অভিযোগ করেন।
গোলাপগঞ্জ উপজেলা রিটানীং অফিসারের কাছে রোববার (৮মে) লিখিত অভিযোগে মেম্বার পদপ্রার্থী মো. ছালিক আহমদ জানান, শনিবার (৭ম) ইউপি নির্বাচনে তিনি লণাবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তালা প্রথীক নিয়ে মেম্বার পদপ্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বি আপেল মার্কার মেম্বার পদপ্রার্থী ছিলেন ইমাম উদ্দিন কনাই। ইউনিয়নের কৈলাশপুর শাহানুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ওয়ার্ডের ভোটগ্রহণ করা হয়। ভোট শেষে প্রথম দফার গননায় তার তালা মার্কার ভোট ছিল ৪৫৯ এবং প্রতিদ্বন্দ্বি ইমাম উদ্দিন কনাইয়ের আপেল মার্কার ভোট ছিল ৪৫০। গননার পর মেম্বার পদপ্রার্থী ছালিক আহমদের সমর্থনে এলাকায় বিজয় মিছিল দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাগরিবের নামাজের পর প্রতিদ্বন্দ্বি গোপন প্রিসাইডিং অফিসার ও পুলিশ মেম্বার পদপ্রার্থী ছালিক আহমদকে কেন্দ্র থেকে গলাধাক্কা দিয়ে বের করে দেয়। পরে পুলিশ-প্রিসাইডিং অফিসার ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিলে অতিরিক্ত আরো ১৬ ব্যালট বাড়িয়ে  দিয়ে ইমাম উদ্দিন কনাইয়ের আপেল মার্কায় ৪৬৬ ও ছালিক আহমদের তালা মার্কায় ৪৬০ ভোট দেখিয়ে কেন্দ্রর ফলাফল ঘোষনা করেন। পাশপাশি মেম্বার পদপ্রার্থী ছালিক মিয়ার সাথে অসদাচরন ও তাকে হুমকি ধমকি দেয়া হয় বলে অভিযোগে প্রকাশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল