সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক ::
গোলাপগঞ্জে সামাজিক সংগঠন ইত্তেফাকুল উলামার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে এর অভিষেক অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক নজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলঘাট দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শাইখ আব্দুল মতিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমুড়া ডামপাল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম, আমনিয়া কদমরসুল মাদ্রাসার মুহতামিম হাফিজ নুরুল হক, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, শিলঘাট মদিনাতুল উলুম মাদ্রাসার হাফিজ রশিদ আহমদ, হাফিজ হুসাইন আহমদ, মাওলানা আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম আতা, আমনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুতয়াল্লি সালেহ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল বারী, মাওলানা সাদিকুর রহমান।, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাফিজ জাকারিয়া আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা আয়নুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা জবরুল ইসলাম, সদস্য মাওলানা মকবুল হুসাইন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা সুলতান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের বিরুদ্ধে অপশক্তিকে রুখতে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আমুড়া ইউনিয়নে এমন একটি সামাজিক সংগঠন গঠিত হওয়ায় বক্তারা সংগঠনের সকলের ভূয়সী প্রশংসা করে বলেন, সংগঠনটি যেন গরীব দুঃখী অসহায়দের সহায় হয়। সব সময় অসহায়দের পাশে যেন দাঁড়ায়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd