গোলাপগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের জেল

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬

গোলাপগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৩ মাসের জেল

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ইভটিজিংয়ের দায়ে আল আমিন (২৩) নামে এক যুবককে ৩ মাসের জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।আল আমিন উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের রাংজিয়ল নূরজাহানপুর গ্রামের আমির হামজার ছেলে।

পুলিশ সূত্র জানায়, আল আমিন নামের এই বখাটে দীর্ঘদিন থেকে শরিফগঞ্জ কুশিয়ারা ডিিগ্র কলেজের ছাত্রীদের আসা যাওয়ার পথ প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুশিয়ারা ডিগ্রি কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করছে জানতে পের গোলাপগঞ্জ মডেল থানার এএসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন। পরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহ অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে বাংলাদেশ ১৮৬০ দন্ড বিধিঃ ৫০৯ এ ধারায় তিন মাসের সাজা প্রধান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল