সিলেট ২৩শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে ফসলী ক্ষেতের জমিতে খড় দিয়ে তৈরী কুড়ে ঘরে অভিযান পরিচালনা করে মদসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: উপজেলার সদর ইউপির ফাজিলপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে নিজাম উদ্দিন (৩১) ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আসমান উদ্দিন (৪২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদের নেতৃত্বে গোলাপগঞ্জ সদর ইউপির রানাপিং ফাজিলপুর রিমি কমিউনিটি সেন্টারের পিছনের ফসলী ক্ষেতের মধ্যে খড় দিয়ে তৈরী কুড়ে ঘরে অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়। এসময় কুঁড়েঘর থেকে ৫বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং ২২/২৩.০২.২০২১) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd