সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপ গোলাপগঞ্জ শাখাকে ১০ হাজার টাকা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ ব্যক্তির কাছ থেকে মোট ১ হাজারা ৪ শত টাকাসহ ১১ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
মো. গোলাম কবির বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।