সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: গোলাপগঞ্জ ও ছাতক দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরকে গোলাপগঞ্জে বদলি করা হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের (এনডিসি) মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বদলীর আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মামুনুর রহমান ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি এর আগে এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
ওপরদিকে, মোহাম্মদ গোলাম কবির ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর ছাতকে ইউএনও হিসেবে যোগদান করেন। ছাতকে যোগদানের পর তিনি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও নির্বাচিত হন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd