সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমি নষ্ট করে অবাধে চলছে মাটি কাটার মহোৎসব ! আইন প্রয়োগকারী সদস্য কে ম্যানেজ করে স্থানীয় কতিপয় মাটি ব্যবসায়ীরা দিন রাত বেপরোয়া ভাবে চালাচ্ছে ফসলী জমি নষ্টের মত পরিবেশ বিধ্বংসী অপকর্ম।
সরজমেনি এ ব্যাপারে কয়েকজন মাটি ব্যবসায়ীর সাথে আলাপকালে তারা জানান আমরা দিয়ে চলছি। প্রশ্ন কি? দিয়ে চলছেন কাকে দিচ্ছেন।তখন তৎমত খেয়ে আমতা-আমতা করে বলেন টাকা দিয়ে চলছি, আর যাকে দেওয়ার তাকে দিচ্ছি। কিভাবে দিচ্ছেন জানতে চাইলে বলেন সপ্তাহ দিয়ে চলছি। এর বেশি জিজ্ঞেস করলে তারা উত্তর দিতে নারাজ।
এই মর্মে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে ভূমি মন্ত্রী,সিলেট জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে ৩০ ডিসেম্বর আবেদন করেছেন ছালিক মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি। আবেদনে তিনি সব ব্রীক ফিল্ডের নাম, মালিকের নাম এবং কতিপয় মাটি ব্যবসায়ীদের নাম ঠিকানা উল্লেখ করে অভিযোগ করেছেন যে, গোয়াইনঘাট ও সালুটিকরের কমপক্ষে ১০/১২টি ইট ভাটার জন্যে ৮জন স্বার্থান্বেষী মাটি ব্যবসায়ী স্থানীয় প্রশাসন কে ম্যানেজ করে হাজার হাজার একর কৃষি চাষাবাদের ফসলী জমি ও খাস ভুমি কেটে অবাধে মাটি কেটে নিচ্ছে। খাদ্য নিরাপত্তার স্বার্থে ও কৃষি জমি রক্ষার প্রয়োজনে তিনি উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সাবেক একজন ওয়ার্ড সদস্য ও স্থানীয় একজন মুরুব্বী বলেন মাটি ব্যবসায়ীরা যেখানে মাটি কাটছেন শুধু যে ঐ জায়গাটা নষ্ট হচ্ছে তা নয়, বরং চারপাশের ফসলি জমির মাটি ধসে পড়ে ক্ষেতের অনুপযোগী হয়ে উঠছে মূল্যহীন হচ্ছে লক্ষ লক্ষ টাকার জায়গা। অনেক ভূমি মালিকরা অভিযোগ করলেও কেউ তাদের পাত্তা দিচ্ছে না। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে অবাধে মাটি কাটার কাজ। মাটি ব্যবসায়ীরা শুধু আইনের সদস্যদের নয়, স্থানীয় প্রভাবশালীদের লোক বুঝে বুঝে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখছেন।
দুই একজন সচেতন মহল জোড়ো হয়ে কথা বললে তাদেরকে উল্টো বুঝানো হয়, মাটি কাটার মাধ্যমে কিছু মানুষ যে কাজ করে খেতে পারছে এইটা বড় কথা, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না।
অনেকে এটাকে ক্ষতির কারণ মনে করলেও বাড়তি একটা সমস্যা মনে করে অনর্থক সমস্যায় নিজেকে জড়াতে চান না।
তোয়াকুল ইউনিয়নের একজন সহকারী শিক্ষক জানান মাটি ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ দলে পরিণত হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের হাত করে তাদের ছত্রছায়ায় চলে বিধায় তাদের সাথে কথা বলে পারা যায় না। তিনি বলেন মাঠি ব্যবসায়ীরা তাদের রাখা জমি কাটার পাশাপাশি অন্যের জমির মাটিও কেটে নেয়,তাতে অনেক সময় বাকবিতণ্ডা বাজে। শেষমেষ স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে সমাধান হয়। এমন কি? কেউ মাটি বিক্রি করতে না চাইলে তাকে বড় অঙ্কের টাকার লোভ দেখানো হয়।
স্থানীয়রা জানান মাটি কাটার গাড়ি আনার সময় এলজিইডি সড়কের সকল বিটুমিন রাস্তার উপর দিয়ে এস্কেভেটর মাটির ড্রাম ট্রাক দিয়ে যত্রতত্র রাস্তার সোল্ডার নষ্ট করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, গোয়াইনঘাট উপজেলাধীন শুধু মাত্র সালুটিকর এলাকায়ই অসংখ্য ইট ভাটা রয়েছে এবং এ সব ইট ভাটা সমূহের আশ পাশেই রয়েছে সালুটিকর কলেজ, পিয়াইনগুল হাইস্কুল, পিয়াইনগুল জামেয়া সহ সরকারী প্রাথমিক বিদ্যালয এবং জন বসতি কয়েকটি গ্রাম। অথচ, শিক্ষা প্রতিষ্ঠান বা কোন জনবসতি স্থানে ইট ভাটা গড়ে উঠতে পারবে না বলে পরিবেশ আইনে বলা হয়েছে। কিন্তু আইনের কোন প্রকার তোয়াক্কা না করে এবং জনকল্যাণের বিষয় চিন্তা না করে এ সব স্থানে এত ইট ভাটা কিভাবে গড় উঠেছে? এই প্রশ্ন সচেতন মহলের।
এ সব ইট ভাটা থেকে নির্গত কালো ধোয়া জনস্বাস্থ্যের জন্যে হুমকী হয়ে দেখা দিয়েছে। পাশা পাশি, এ সব ইট ভাটার জন্যে চলছে গোঠা এলাকা জুড়ে অবাধে মাটি কাটা। কৃষি চাষাবাদের ফসলী জমি গুলো রক্ষা পাচ্ছে না দূর্বৃত্তদের হাত থেকে। টাকার লোভে এলাকার শত শত কৃষি জমি নষ্ট করতে মোটেও দ্বিধা করছে না মাটি ব্যবসায়ী কতিপয় । এস্কেভেটর মিশিন দিয়ে দিন রাত বেপরোয়া ভাবে চালাচ্ছে কৃষি জমি নষ্টের মহোৎসব।
এ ব্যাপারে নন্দিরগাঁও ইউনিয়ন সালুটিকর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা বোরহান উদ্দিন প্রতিবেদককে জানান, স্থানীয় প্রভাবশালীদের কারণে তিনি ব্যবস্থা নিতে ব্যর্থ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে নূর হোসেন নির্ঝর বলেন, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে কামাদিয়ায় অভিযান করেছেন, শীগ্রই তোয়াকুল ও নন্দীরগাও ইউনিয়নে অভিযান চালাবেন বলে তিনি অভিমত প্রকাশ করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd