সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬
সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজেস্হ শহীদ মিনার প্রাঙ্গনে ১২ আগস্ট শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আহমদ পারভেজ এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি গঠতন্ত্রের খছড়া পেশ করেন।পরে গঠনতন্ত্রের উপর প্রশ্ন উত্তর,প্রস্তাব,পরামর্শ গ্রহণ করা হয়।সভায় উপস্থিত সংখ্যা গরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরের মধ্যমে গঠনতন্ত্র অনুমোদিত হয়।
সাধারণ সভায় সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ বলেন, “গোয়াইনঘাটের ছাত্র সমাজের সমস্যা,হত দরিদ্র ও জরে পড়া ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও অপরাধ দমনে ছাত্র পরিষদের সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। তাই সামাজিক ব্যাধি যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন সহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ দূরকরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।”অাসুন আমরা সবাই মিলে”আলোকিত গোয়াইনঘাট গড়ে তুলি।” সকল প্রকার দ্বন্ধ, ভেদা-ভেদ ভুলেগিয়ে গোয়াইনঘাট তথা বাংলাদেশকে কিছু দিতে চেষ্টা করি।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আফজালুর রহমান, হুসাইন আহমদ, আব্দুল আহাদ সুবেল, জগদীশ দেব, আব্দুর রাহীম, আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন রব্বানী, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, ধর্ম সম্পাদক শাহীন আহমদ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক তানজিল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক সদর উদ্দিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলক চক্রবর্তী, তন্ময় দেব, নবদ্বীপ দাশ, মোস্তাকিম আলী, হোসাইন আহমদ, নিলু চন্দ্র দাশ, জাবেল, জামিল, জুনেদ, জুবের, আব্দুল কুদ্দুস রাহুল, শাহ আলম, আব্দুর রউফ কাজল, শিব্বির আহমদ প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd