সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের জালালাবাদ থানার বৃহত্তর লামাকাজী, লালারগাঁও এলাকায় ঘন ঘন চুরি ও ডাকাতির প্রতিবাদে শুক্রবার বাদ জুম’আ এলাকাবাসীর উদ্যোগে লামাকাজী পূর্বপার সিলেট সুনামগঞ্জ সড়কে এক বিশাল মানববন্ধন কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা আছন মিয়ার সভাপতিত্বে ও ইউ.কে যুবলীগ নেতা হাফিজুর রহমান বাবলুর পরিচালনায় মানববন্ধন ও সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার যুবলীগ নেতা মোঃ তাজ উদ্দীন, বিশিষ্ট মুরব্বি হাজী আকরম আলী মেম্বার, হাজী আব্দুল মালিক হুশিয়ার, হাজী রইছ আলী, হাজী রাজা মিয়া, হাজী ফারুক উদ্দিন, মোঃ শানর মিয়া, মইন উদ্দিন, আব্দুন নূর, গোলাম হোসেন, জুনাব আলী, মনির উদ্দিন, ফটিক মিয়া, টকাই মিয়া, রফিকুল ইসলাম, নব নির্বাচিত মেম্বার সিদ্দিকুর রহমান সায়েম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঙ্গুর আলম তুষার, আবদাল হোসেন নাহিদ, শাহাব উদ্দিন, লিটন আহমদ, জুনেদ আহমদ, কবির মিয়া, এখলাছুর রহমান, অপু হোসেন, আলী হোসেন, আল আমিন, মোস্তাক আহমদ, তাজ উদ্দিন, শামীম আহমদ, মোহাম্মদ আলী, বিজিত বাবু, মহিবুর রহমান, এলাইছ মিয়া, ওলিউর রহমান, জয়নাল, ছয়ফুল আলম, দেলওয়ার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, লামাকাজী, লালারগাঁও এবং তালুকপাড়া এলাকাটি সিলেট সুনামগঞ্জ সড়কের পাশর্^বর্তী হওয়ার চুর-ডাকাতরা ডাকাতি বা চুরি করে অতি সহজেই গাড়ি যোগে পালিয়ে যায়। এমনকি গরু চুরি করে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। এদিকে এলাকাগুলোতে রাতের বেলায় পুলিশ টহল কম থাকায় দিন দিন চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। বক্তারা পুলিশ টহল বৃদ্ধি করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোরদাবী জানান। বক্তারা আরো বলেন, চুর ডাকাতরা ধরা পড়লেও তারা সহজেই জামিন পেয়ে যায়। এসব অপকর্মকারীরা যাতে সহজে জামিন না পায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, বিগত কয়েক মাসের মধ্যে লালারগাঁও গ্রামের ইছম উদ্দিনের বাড়ি, তালকুপাড়া গ্রামের সজুন মিয়ার বাড়ি ও একই গ্রামের লন্ডন প্রবাসী গণি মিয়ার বাড়িতে ডাকাতি সহ লালারগাঁও গ্রামের মনির উদ্দিন, রাজা মিয়া এবং এখলাছ মিয়ার গরু চুরি, লালারগাঁও পয়েন্ট সংলগ্ন বাজারের ফাইজা ষ্টোর, পলি ভ্যারাইটিজ ষ্টোর, সাইফুল ষ্টোর সহ আরো অনেক ঘরবাড়িতে চুরি সংঘটিত হয়েছে। বিজ্ঞপ্তি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd