সিলেট ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
অনলাইন ডেস্ক ;
প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে ১০ জন নিহত ও দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। গৃহহীন হয়েছেন অজস্র মানুষ।
ঝড়ের দু-তিন দিন আগে থেকে ‘বুলবুল’ শব্দটির সঙ্গে যুক্ত নানা গানের লাইন নিয়ে মিম, ছবি ছড়িয়ে পড়তে থাকে ফেসবুক-হোয়াটসঅ্যাপে।
শনিবার সন্ধ্যার পর থেকেই গতিবেগ বাড়ছিল বুলবুলের। ফসলের চিন্তায় ঘুম উড়েছিল চাষিদের। কাঁচাবাড়ির বাসিন্দাদের আতঙ্ক কাজ করছিল।
এসব ভাবনা অবশ্য স্পর্শ করেনি নেটিজ়েনদের অনেকেই। তারা মশগুল ছিলেন বুলবুল নিয়ে রঙ্গ-রসিকতায়।
ফেসবুকে কেউ লিখেছেন, ‘ডবল বুল থাকতে সিঙ্গেল বুল কী করবে’! ভাইরাল হয়েছে ‘আ জা মেরি বুলবুল তেরি ইন্তেজার হ্যায়’ গানটিও।
ঝড় আছড়ে পড়ার পরও রসিকতা থামেনি। মিম বানিয়ে লেখা হয়েছে, ‘বুলবুলকে শুধু ভালোবেসে বলেছিলাম, নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। ও দেখছি ব্যাপারটিকে সিরিয়াসলি নিয়ে ফেলেছে।’
তার জেলার অনেকের ক্ষতি হয়েছে বুলবুলের জেরে। সেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সমাজকর্মী ঝর্না আচার্য প্রশ্ন তুলছেন- যারা এমন রসিকতা করছেন, তাদের দায়িত্বজ্ঞান নিয়েই। তিনি বলছেন, ‘ধান বা আনাজ নষ্ট হলে কী খাব, তা ভাবতে হলে এমন কৌতুক করতে পারতেন না।’
কৌতুক করেই ফেসবুকে পরিচিত পেশায় ইঞ্জিনিয়ার মাহফুজ আলি। ‘মালি’ নামে নিজের পেজ থেকে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করেন তিনি।
সেগুলো ভাইরালও হয় প্রায়শই। অস্ট্রেলিয়াবাসী সেই মাহফুজই বলছেন, ‘আসলে এখন সবাই সামাজিকমাধ্যমে একটা পরিচিতি পেতে চান। তাই কোনো বিষয় নিয়ে মজা করা উচিত, আর কোনটা নিয়ে উচিত নয়, সেই বোধও অনেক সময় থাকে না। এটি নিজেকেই বুঝতে হবে।’ মাহফুজ জানালেন, অস্ট্রেলিয়ায় হালে ফেসবুকে কোন পোস্ট কয়টা ‘লাইক’ পাচ্ছে তা দেখানোই বন্ধ করে দেয়া হয়েছে। তার কথায়, ‘এতে মতপ্রকাশের স্বাধীনতা রইল। জনপ্রিয় হওয়ার তাড়না রইল না। এটি হলে হয়তো এমন প্রবণতা কমবে।’
শুধু ইন্টারনেটে রসিকতা করেই থেমে নেই অনেকে। বুলবুলকে কাছ থেকে দেখার ‘রোমাঞ্চ’ পেতে অনেকে পাড়ি দিয়েছেন দিঘায়।
প্রশাসনের নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে এমনই একদল যুবক বললেন, ‘আমরা তো গুগল ঘেঁটে দেখে এসেছি ঘূর্ণিঝড়ের মধ্যে সেলফি কীভাবে তুলতে হয়।’ নিষেধ উড়িয়ে সমুদ্রে নেমে দিঘায় মারা গেছেন কলকাতার এক পর্যটকও।
১১/১১/২০১৯
৩৬৩
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd