১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০১৬
চট্টগ্রাম সরকারি কলেজে (চট্টগ্রাম কলেজ) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়েছে। এতে এক ছাত্রলীগ নেতাসহ ৩ জন আহত হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার থেকে দেড়টার মধ্যে এ সংর্ঘষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে তারা হলেন-কলেজের ছাত্রলীগ নেতা মাহমুদুর করিম ও চট্টগ্রাম কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইলিয়াস সরকার। ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন বলে জানাগেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, রোববার চট্টগ্রাম কলেজে অধিপত্য বিস্তার নিয়ে চকবাজার এলাকার যুবলীগ সন্ত্রাসী টিনু গ্রুপের সাথে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজীম রণি গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে এ সংর্ঘষ চলছে বেলা সাড়ে ১২টার দিকে।
কলেজে বহিরাগতদের প্রবেশ নিষেধের দাবি এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর টিনু গ্রুপের হামলার প্রতিবাদে রনি গ্রুপ কলেজ এলাকায় মানববন্ধন পালন করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
টিনু গ্রুপের ছেলেরা রনি গ্রুপকে ধাওয়া দিয়ে কলেজ ক্যাম্পাসে পাঠিয়ে দেয় এবং বাইরে থেকে তাদের অবরুদ্ধ করে রেখেছে বলে জানান, রনি গ্রুপের কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুর করিম।
ঘটনাস্থল থেকে চকবাজার থানার ওসি আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে পুলিশ।
ওসি জানান, কলেজের ক্যাম্পাসে নয়, ক্যাম্পাসের বাইরে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D