সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মে ৭, ২০১৬
চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণিকে (২৭) আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন।
রণির সঙ্গে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাসেলসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।
শনিবার (০৭ মে) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে নয়জনকে আটক করে বিজিবি। এরপর তাদের হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার বলেন, রণিসহ নয়জনকে আটকের পর হাটহাজারী থানায় নেয়া হয়েছে।
ওসি জানান, মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রণিসহ নয়জনকে আটক করা হয়। রণির কাছে অস্ত্র পাওয়া গেছে বলে জানান ওসি।
নূরুল আজিম রণি রাজনীতিতে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।
রণি বেলা ১২টার দিকেও তার ফেসবুক অ্যাকাউণ্টে মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো.নূরুল আবছারের সমর্থনে প্রচার চালিয়েছেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকে যোগাযোগ করেও সাড়া পাওয়া যাচ্ছেনা।
রণির অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, রণি ভাইয়ের সঙ্গে প্রশাসনের কয়েকজন কর্মকর্তার একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে কিছুক্ষণ আগেও আমি তার সঙ্গে কথা বলেছি। আটক-গ্রেফতারের বিষয়ে আমার কিছু জানা নেই।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd