৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বুধবার বিকেলে নগরীর শাহজালাল উপশহরে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন ও প্রারম্ভিক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অধ্যাপক ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও ডা. ফারিজা সাবরিনার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভ্ইুয়া, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, এমজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুর্শেদ আহমদ চৌধুরী, বিগ্রেডিয়ার (অব:) জুবায়ের সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম এ গাফফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির বক্ত, পরিচালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর জুবায়ের আহমদ চৌধুরী প্রমূখ।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্মারক নং স্বাপকম/চিশি-২/বেসকেড-আল-আমিন/৬১/২০১৩/৫৭৬. তারিখ: ০১/১২/২০১৬ইং মোতাবেক আল আমিন ডেন্টাল কলেজে এর নাম পরিবর্তন করে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ নামে নামকরণ অনুমোদন প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের নামফলক উন্মোচন করেন প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D