চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ে নিহত ২, বিমান চলাচল স্থগিত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬

চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ে নিহত ২, বিমান চলাচল স্থগিত

ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কাছে ঘূর্ণিঝড় ‘ভারদা’র আঘাতে কমপক্ষে দুইজনের প্রাণহানি ঘটেছে। উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামী চার ঘণ্টার মধ্যে দুই রাজ্য থেকে সরে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড় ভারদার প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে চেন্নাইয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত ট্রেন ও বিমান চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ভারদার আঘাতে চেন্নাইয়ে উপড়ে পড়েছে একাধিক গাছ। ফলে রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এদিকে, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে সেনা, নৌ ও বিমানবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, চেন্নাইয়ের ১৬ হাজার নাগরিককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। চেন্নাই বিমানবন্দরে বিকেল ৫ টা পর্যন্ত সব ধরনের ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়েছে। চেন্নাইয়ে ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে আঁছড়ে পড়েছে ঘূর্ণিঝঢ় ভারদা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল