২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৬
ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কাছে ঘূর্ণিঝড় ‘ভারদা’র আঘাতে কমপক্ষে দুইজনের প্রাণহানি ঘটেছে। উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। আগামী চার ঘণ্টার মধ্যে দুই রাজ্য থেকে সরে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে রাজ্যের আবহাওয়া অধিদফতর।
ঘূর্ণিঝড় ভারদার প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে চেন্নাইয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত ট্রেন ও বিমান চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় ভারদার আঘাতে চেন্নাইয়ে উপড়ে পড়েছে একাধিক গাছ। ফলে রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এদিকে, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে সেনা, নৌ ও বিমানবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
বার্তাসংস্থা এএনআই এক প্রতিবেদনে বলছে, চেন্নাইয়ের ১৬ হাজার নাগরিককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। চেন্নাই বিমানবন্দরে বিকেল ৫ টা পর্যন্ত সব ধরনের ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়েছে। চেন্নাইয়ে ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে আঁছড়ে পড়েছে ঘূর্ণিঝঢ় ভারদা।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D