সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৬
সিলেটে জাল জন্মসনদ, উত্তরাধিকারী সার্টিফিকেট ও দলিল জালিয়াতি ও প্রতারনার অভিযোগে সাবেক এক ইউপি চেয়রম্যান মেম্বারসহ ৯জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ৩মে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন দণি সুরমা উপজেলার পশ্চিমভাগ আবাসিক এলাকার আশিকুর রহমান আশিক। মামলাটি তদন্ত করছে এসএমসপির মোগলাবাজার থানা ও মেট্রোডিবি পুলিশ। মামলার আসামীরা হচ্ছেন, দণি সুরমা উপজেলার কুচাই ইউনিয়র পরিষদ-এর সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম, ইউনিয়র পরিষদ সচিব মো. মোস্তাফিজুর রহমান, একই ইউপির সাবেক মেম্বার মইন উদ্দিন, সাবেক মহিলা মেম্বার সৈয়দা রওশন আরা, উপজেলার পশ্চিমভাগ আবাসিক এলাকার মরহুম আব্দুল মুকিতের পালিত কন্যা তাহমিনা বেগম মান্না,মরহুম আব্দুল মুকিতের বিধবা শিরি বেগম ও একই এলাকার মৃত শেখ আহমদের পুত্র আব্দুল কাদির এবং সিলেট নগরীর শিবগঞ্জ-এর আফরোজ আলীর পুত্র আজাদ মিয়া ও নগরীর লালদিঘীরপার-এর আক্তার হোসেনের পুত্র আজহার আলম।
মামলায় অভিযোগ করা হয়, সিলেটের দক্সিন সুরমা উপজেরার মোগরাবাজার থানাধীন পশ্চিমভাগ আবাসিক এলাকার মরহুম আব্দুল মুকিতের পালিত (পুষ্য) কন্যা তাহমিনা বেগম মান্নাকে মরহুম আব্দুল মুকিতের ঔরসজাত কন্যা সাজিদেণি সুরমার কুচাই ইউনিযর পরিষদ থেকে মিথ্য তথ্যে জন্মসনদ, উত্তারধিকারী সার্টিফিকেট বানিয়ে সিলেট সদর সাবরেজিষ্ট্রি অফিসে দলির সৃষ্টি করা হয়। পরে ওই দলিলের জাবেদা নকল উঠিয়ে মরহুম আব্দুর মুকিতের সকল ত্যাজ্যবিত্ত নামজারী করে নেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) দণি সুরমা আদালতে পৃথক তিনটি নামজারী মোকদ্দমা দায়ের করা হয়। সরেজমিন তদন্তে কুচাই ইউপির সাবেক চেযারম্যান, সচিব ও মেম্বারগনের দেয়া জন্মসনদ ও উত্তরাধিকারী সার্টিফিকেট ভূয়া ও জাল প্রমানিত হরে নামজারী মোকদ্দমাগুলো খারিজ করে দেয়া হয়। এর সূত্র ধরে আশিকুর রহমান আশিক গত ৩মে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্টেট ১ম আদালতে জালিাতি ও প্রতারনার সাথে জড়িত উপরোক্ত ৯জনের বিরুদ্ধে এ মামলা (সি.আর-৪০/২০১৬) দায়ের করেন। প্রাথমিক শুনানী শেষে আদালত মামলাটির যাবতীয় আলামত জব্ধ এবং তদন্ত করে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মোগলাবাজার থধানার ওসি ও এসএমপির মেট্রো ডিবিকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ফৌজদারী কার্যবিধির ২০২ধারায় এখতিয়ার প্রয়োগের (আইনগত ব্যবস্থা গ্রহনের) নির্দশও দেয়া হয়। আগামী ১৬ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd