“চৌধুরী মোহাম্মদ সুহেল” গ্রেফতারে “জগন্নাথপুর ও দক্ষীন সুনামগন্জ জাতীয়তাবাদী ফোরাম”র নিন্দা”

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

“চৌধুরী মোহাম্মদ সুহেল” গ্রেফতারে “জগন্নাথপুর ও দক্ষীন সুনামগন্জ জাতীয়তাবাদী ফোরাম”র নিন্দা”

“জগন্নাথপুর ও দক্ষীন সুনামগন্জ জাতীয়তাবাদী ফোরাম,সিলেট”র সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার ১ম সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেলকে গ্রেফতারের প্রতিবাদে লিখিত এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন “জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট”র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবাহন, ফোরামের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদল’র সহ-সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন, সহ- সভাপতি অাবু শহীদ শাহীন, জাবেদ আলম কোরেশী, কামাল হোসেন, সাদেক অাহমদ জিতু, ফোরামের যুগ্ম-সম্পাদক শুয়েব অাহমদ, সহ-সাধারণ সম্পাদক শিপন আহমদ, আল আমিন, জুনেদ আহমদ তালুকদার, আবু সাকের, সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আলাল, সহ সাংগঠনিক সম্পাদক শেখ মাছুম আহমদ, শরীফ সারওয়ার, দপ্তর সম্পাদক এনামুল হক এনাম, প্রচার সম্পাদক জুনেদ অাহমদ প্রমুখ, নেত্রীবৃন্দ লিখিত বিবৃতিতে অনতিবিলম্বে ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ সুহেল’র শর্তহীন মুক্তির দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল