নাঈমুল ইসলাম: লোকটি যেন কি বলতে চাচ্ছিল কিন্তু বলার ভাব প্রকাশ করতে পারছিল না। হঠাৎ করে এসে রাস্তার মধ্যে লিপি আঁকতে শুরু করল। চারিদিকে মানুষের ভিড় কেউ কেউ এসে লোকটির লিপিকে ছবিতেও বন্দি করল। বাড়ি ছিল দক্ষিণ বলে বিশাল এক নদীর কূলে। লোকটির বাড়ি ছিল বরিশাল। অনেকে বলছে লোকটি পাগল, ফকির। কিন্তু ফকিরের কাছে এত টাকা কোথা থেকে এল যে লোকটি এত সুন্দর লিপি করল। কিন্তু সবার ধারণা ভুল। লোকটির লিপিটা করতে দশ টাকাও খরচ হয়নি। লোকটি ইট,মাটি,চক ইত্যাদি দ্বারা লিপিটা এঁকেছিল। সত্যিই লোকটি প্রমাণ করে দিল যে শধু টাকা দ্বারা সবকিছু হয় না নিজের ভিতর আগ্রহ এবং প্রতিভা থাকতে হবে। সত্যিই লোকটির অনেক আগ্রহ এবং প্রতিভা ছিল।
লোকটি যেখানে এসে লিপি করে নিজের মনের ভাব প্রকাশ করতে চাচ্ছিল সেই জায়গাটা হল সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট।