১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
সুনামগঞ্জের ছাতকে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষে কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৩০জনকে ছাতক হাসপাতাল থেকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ২টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মৌলা গ্রামে এঘটনা ঘটে। এনিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মৌলা গ্রামের আব্দুল মছব্বির পক্ষের লোকজন সড়কের পাশের একটি সরকারি খালে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ আবুল হাসনাত পক্ষের লোকজন এতে বাঁধা দেয়। এনিয়ে দু’পক্ষে কথাকাটি থেকে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী এসংঘর্ষে মহিলাসহ দু’পক্ষের কমপক্ষে শতাধিক লোক আহত হয়েছে।
গুরুতর আহত রজব আলী (৩৫), ফিরোজ আলী (২৮), সেলিম আহমদ (৩০), মানিক মিয়া (৩২), আনোয়ার আলী (৫০), মুক্তার আলী (৩৫), উস্তার আলী (৪০), লাল বানু (৬০), আব্দুর রহিম (৩৫), মিনার আহমদ (২২) ও আলীরাজ (১৫), ওয়াছির (৩৫), ইউছুফ আলী (৬৫), শিপন আহমদ (১৪), রাসেল আহমদ (২৫), জিয়া উদ্দিন (১৫), তরিকুন নেছা (২৫), ইমরান হোসাইন (২৪), সজিদ আহমদ (২৮), সফিক মিয়া (২৯), রবিউল ইসলাম (২৪), আকবর আলী (৪৫), কবির আহমদ (৩৩), সায়েক আহমদ (২৪), সাজিদ মিয়া (১২), আব্দুল কাইয়ূম (১৩), আকিল আলী (২২) হোসাইন আহমদ (২২)সহ দুপক্ষের কমপক্ষে ৩০জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন বলে দাবি করে বলেন, আর যাতে কোন ঘটনা না ঘটে এব্যাপারে ও পুলিশর সজাগ দৃষ্টি রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন এজাহার দেয়া হয়নি
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D