৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
সুনামগঞ্জের ছাতকে খড় শুকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫জন।
বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম জসিম উদ্দিন কবির (২১)। তিনি মির্জাপুর গ্রামের মো. ওয়ারিশ আলী ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলীর সঙ্গে তার প্রতিবেশি ইদ্রিছ আলীর জমিনের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওয়ারিশ আলীর ছেলে সিএনজি চালক মো. কবির হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো অন্তত ৫ জন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ওসি আশিক সোজা মামুন জানান, এখন পরিস্থিতি শান্ত আছে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D