সিলেট ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ১৪ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের উওর কুর্শী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কুর্শী গ্রামের আগুর মিয়া তার গৃহপালিত গরু নিয়ে মাঠে য়াওয়ার সময় একই গ্রামের আব্দুল হকের জমিতে ঢুকে পড়ে। এক পর্যায়ে গরু কর্তৃক জমির আমন ধান নষ্ট হওয়ায় আব্দুল হকের সাথে আঙ্গুর মিয়ার বাক-বিতন্ডা ঘটে। এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দফায়-দফায় প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়। খবর পেয়ে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে গুরুতর আহত হারুন মিয়া (৫০), জুয়েল আলম (৩৭), সদরুল আলম( ৪০), আইয়ুব আলী( ৪৫), রুস্তুম আলী (৩৫), ফিরোজ মিয়া (৩৪), সাইদুল ইসলাম( ২৬), আয়েছ মিয়া (২০), শিপন মিয়া (২৩) সহ উভয়পক্ষ ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া সারজন (৩০), ইনজু মিয়া (৩৫), রশিদ মিয়া (১৬)সহিদুল (৪২), জসিম (২৪), মহরম আলী (২৮), আইন উদ্দিন (১৯), রফিকুল (২০), পাবেল (২০), যদু মিয়া (৪০), আউয়াল (২৬), কদ্দুছ মিয়া (৩০), ফয়ছল আহমদ (৩২), রুমন মিয়া (১৯), নিজাম উদ্দিন( ২৫), সাজ্জাদ আহমদ(২০), তাজ উদ্দিন (৪৫), আইনুল ইসলাম(৩৬), আফরুজ মিয়া( ৬০), জুবেল মিয়া, (৩৫) রাহেব আহমদ (২২)সহ অন্যান আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতাল ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd